প্রতিষ্ঠাতা ও ‍নির্বাহী পরিচালক

ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর অর্থনীতি বিভাগ এর ছাত্র এবং পরবর্তীতে Rural Economics Program(REP) এর প্রতিষ্ঠাতা সদস্য সচিব হিসেবে জহিরুল আলম ১৯৭৩ সালে নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনুস এর সাথে তার কর্মজীবন শুরু করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর Rural Economics Program(REP) থেকে গ্রামীন ব্যংক মডেল প্রতিষ্ঠিত হয় যা পরবর্তীতে নোবেল পুরস্কার লাভ করে।

জনাব জহিরুল আলম ১৯৭৬ সালে  Rural Economics Program(REP) ছেড়ে আসেন  এবং UNDP/FAO প্রজেক্টের ক্ষুদ্র কৃষক এবং ভূমিহীন দের উন্নয়নের উপর এ্যাকশন রিসার্চ ফেলো  হিসেবে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (BARD) এ যোগ দেন।

 

Founder of IDF delivered his speech in GF-USA award ceremony  held in Barlin on 14th September 2004.

তিনি প্রায় ৮ বছর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (BARD) এ কাজ করেন এবং মার্চ, ১৯৮৪ সালে একজন বিশেষজ্ঞ অর্থনীতিবীদ হিসেবে আইএলও তে  যোগ দেন যার কর্মস্থল ছিল  ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা। 

তিনি ১৯৯২ সালে আইএলও ছেড়ে দেশে ফিরে আসেন এবং আইডিএফ প্রতিষ্ঠার জন্য কাজ শুরু করেন।

আইডিএফ এর প্রতিষ্ঠাতা জনাব জহিরুল আলম নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের Rural Economics Program এর প্রথম সমন্বয়ক হিসেবে কাজ করেন।