বাণিজ্যিক কেঁচো সার উৎপাদন

  • Home
  • বাণিজ্যিক কেঁচো সার উৎপাদন

বাণিজ্যিক কেঁচো সার উৎপাদন

ভার্মি-কম্পোস্ট কেঁচো থেকে তৈরি এক ধরনের জৈব সার যাহা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জনপ্রিয় হতে শুরু করেছে। ভার্মি কম্পোস্টিং বিস্তীর্ণ বরেন্দ্র অঞ্চল সহ এই অঞ্চলে জনপ্রিয়তা লাভ করতে শুরু করেছে কারণ অনেক কৃষক ভার্মি-কম্পোস্ট হ্যাচারি এবং খামার স্থাপনের প্রতি আগ্রহ দেখাচ্ছেন এর লাভজনক আউটপুট এর কারনে।

কারনঃ

সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাব এবং ক্লাস্টারে এলোমেলো ভাবে গোবর ফেলানোর ফলে এলাকার পরিবেশ খুবই নোংরা ও দুষিত হয়ে পড়েছে। সুতরাং গোবরের সঠিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমাদের প্রকল্প থেকে বাণিজ্যিক ভাবে কেঁচো সার উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে।

যৌক্তিকতা:

আমাদের মাইক্রো এন্টারপ্রাইজগুলির মধ্যে সঠিক দুগ্ধ বর্জ্য ব্যবস্থাপনা সক্ষম করতে এবং বাণিজ্যিক ভার্মি-কম্পোস্ট প্ল্যান্টকে উত্সাহিত ও প্রতিষ্ঠা করার মাধ্যমে  ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবন মান উন্নত করা। 

অর্জন:

আমরা ২০২২ সালের মার্চ পর্যন্ত আইডিএফ-এসইপি প্রকল্পের অধীনে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাধ্যমে ০৫ টি ভার্মি-কম্পোস্ট প্ল্যান্ট স্থাপন করতে পেরেছি যার মাধ্যমে খামারিরা আর্থিকভাবে লাভবান হচ্ছে।