ভ্যাক্সিন ক্যাম্পেইন এবং দুগ্ধ সমবায় গঠন
- Home
- উদ্যোক্তা পর্যায়ে সক্ষমতা উন্নয়ন
- ভ্যাক্সিন ক্যাম্পেইন এবং দুগ্ধ সমবায় গঠন
ভ্যাক্সিন ক্যাম্পেইন

কারন:
টিকা দেওয়ার উদ্দেশ্য হল গবাদি প্রাণীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক রোগ থেকে পশুপালকে রক্ষা করা।
অর্জনঃ
মার্চ-২০২২ পর্যন্ত IDF-SEP-এর অধীনে ভ্যাক্সিন ক্যাম্পেইনের মোট অর্জন নিন্মরুপঃ
ক্রম নং |
|
| ভ্যাক্সিন ক্যাম্পেইন এর আওতাধীন খামারের সংখ্যা | ভ্যাক্সিন ক্যাম্পেইন এর আওতাধীন পশুর সংখ্যা | ||
১ | ৩৬ | ১৪ | ৯৬ |
|
দুগ্ধ সমবায় গঠন

যৌক্তিকতা:
দুগ্ধ সমবায়গুলি দুধ উৎপাদনকারীদের নিরাপত্তা প্রদান করে এবং তাদের উৎপাদন বজায় রাখতে সহায়তা করে। এটি নিরাপদ দুধ এবং দুগ্ধজাত পণ্যের সহজলভ্যতা, ক্লাস্টারে ন্যায্য মূল্য প্রদান করে।