গরুর হাটে রাম্প উন্নয়ন

  • Home
  • গরুর হাটে রাম্প উন্নয়ন

গরুর হাটে রাম্প উন্নয়ন

গরুর হাটের রাম্প উন্নয়নের কারনঃ

• প্রকল্প এলাকায় পশুর হাটে গবাদি পশু তোলার ব্যবস্থা না থাকায়
• অমানবিক পশু পরিচালনা

যৌক্তিকতা:

গরুর হাটে নিয়মতান্ত্রিকভাবে পশু পরিচালনা করলে পশু কম আহত হয় এবং সাথে সাথে পশুর উপর অনেক কম চাপ পড়ে। পশুর হাটে পশুদের নিরাপদে হ্যান্ডলিংয়ের জন্য, বাজার কমিটি, স্থানীয় ব্যবসায়ী এবং স্থানীয় সরকারের মতো সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সহযোগিতায় প্রকল্প এলাকায় ৩ টি রাম্প স্থাপন করা হবে।

Cow Dung Weighing Machine

Issue

Lack of measuring system of cow dung

Rationality

Quantification of cow dung collected from different MEs in different clusters.