গোবর সংগ্রহ কেন্দ্র তৈরির
গোবর সংগ্রহ কেন্দ্র তৈরির কারনঃ
• অনুপযুক্ত গোবর বা বর্জ্য ব্যবস্থাপনা।
• খাল, পুকুর, খাঁড়ি এবং জলাশয়ে, রাস্তার পাশের ঝোপ ইত্যাদিতে এলোমেলোভাবে গোবর নিক্ষেপ
করা।
যৌক্তিকতা:
স্বাস্থ্যকর এবং পরিচ্ছন্ন পরিবেশ, ক্লাস্টারে ভেক্টর কার্যকলাপ হ্রাস। যেখানে সেখানে গোবর নির্বিচারে ফেলানোর ফলে আশেপাশের পরিবেশ দূষিত হচ্ছে। তাছাড়াও গোবরের সঠিক ব্যবহার নিশ্চিত করতে বায়োগ্যাস এবং ভার্মি-কম্পোস্ট তৈরির জন্য প্রকল্প এলাকায় ৫ টি গোবর সংগ্রহ কেন্দ্র স্থাপন করা হবে।
দুগ্ধ সংগ্রহ কেন্দ্র
দুগ্ধ সংগ্রহ কেন্দ্র স্থাপনের কারন
• প্রকল্প এলাকায় দুগ্ধ সংগ্রহ কেন্দ্রের অভাব
• প্রকল্প এলাকায় নিম্নমানের দুধ ও দুগ্ধজাত পণ্য প্রাপ্তি। ,
• দুধের সঠিক মূল্য না পাওয়া। আইডিএফ-এসইপি দুগ্ধ সংগ্রহ কেন্দ্র স্থাপনের মাধ্যমে খামারিদের দুধ ক্রয় করে চিলিং সেন্টারে
প্রক্রিয়াজাত করনের মাধ্যমে খামারিদের দুধের সঠিক ন্যায্য মূল্য নিশ্চিত করবে।
যৌক্তিকতা:
• গুচ্ছ/সমবায়ে নিরাপদ দুধ ও দুগ্ধজাত পণ্যর ন্যায্য মূল্যের প্রাপ্যতা।
• কমিউনিটি ভিত্তিক দুগ্ধ সংগ্রহ কেন্দ্র ব্যবহার করা হবে
• খামারের পণ্য যেমন দুধ সংগ্রহের জন্য মিল্ক চিলিং সেন্টার ব্যবহার করা হবে।