১২/০৫/২০২২ তারিখ রোজ বৃহস্পতিবার আইডিএফ-এসইপি এর তত্ত্বাবধানে এবং পিকেএসএফের অর্থায়নে এসইপি প্রকল্পের গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষন অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা লাইভস্টক এক্সটেনশন অফিসার ডাঃ মোহাম্মদ ফয়সাল। তিনি আগত প্রশিক্ষণার্থীদের মাঝে পরিবেশবান্ধব দুগ্ধ খামার ব্যাবস্থাপনা, গাভী পালনের উদ্দেশ্য, গরুর জাত পরিচিতি, দুধাল গাভী চেনার উপায় ও গাভী পালনের সাথে পরিবেশের গুরুত্তের বিষয়ে বিশদ আলোচনা করেন। পাশাপাশি তিনি গবাদি পশুর বিভিন্ন ধরণের রোগ, টিকা/ভ্যক্সিন প্রদান সম্পর্কে খামারিদের মাঝে অত্যন্ত সহজভাবে উপস্থাপন করেন।
গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ
- Post author:admin
- Post published:মে 15, 2022
- Post category:সর্বশেষ খবর
- Post comments:0 Comments