You are currently viewing চরলক্ষা ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর সুলতান হাজির বাড়ি দুগ্ধ ক্লাস্টারে আইডিএফ-এসইপি এর তত্ত্বাবধানে এবং পিকেএসএফের অর্থায়নে এসইপি প্রকল্পের গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চরলক্ষা ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর সুলতান হাজির বাড়ি দুগ্ধ ক্লাস্টারে আইডিএফ-এসইপি এর তত্ত্বাবধানে এবং পিকেএসএফের অর্থায়নে এসইপি প্রকল্পের গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

অদ্য ০২/০৩/২০২২ রোজ বুধবার চরলক্ষা ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর সুলতান হাজির বাড়ি দুগ্ধ ক্লাস্টারে আইডিএফ-এসইপি এর তত্ত্বাবধানে এবং পিকেএসএফের অর্থায়নে এসইপি প্রকল্পের গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সঞ্চালনা করেন প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ এবিএম আমিনুল হক। উক্ত প্রশিক্ষন অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলার প্রানিসম্পদ অফিসার ডাঃ রুমন তালুকদার। তিনি আগত প্রশিক্ষণার্থীদের মাঝে পরিবেশবান্ধব দুগ্ধ খামার ব্যাবস্থাপনা, গাভী পালনের উদ্দেশ্য, গরুর জাত পরিচিতি, দুধাল গাভী চেনার উপায় ও গাভী পালনের সাথে পরিবেশের গুরুত্তের বিষয়ে বিশদ আলোচনা করেন। পাশাপাশি তিনি গবাদি পশুর বিভিন্ন ধরণের রোগ, টিকা/ভ্যক্সিন প্রদান সম্পর্কে খামারিদের মাঝে অত্যন্ত সহজভাবে উপ্সথাপন করেন।

প্রশিক্ষণের একটি সেশন পরিচালনা করেন IDF-SEP এর ডকুমেন্টেশন অফিসার মোঃ আব্দুল বাতেন। তিনি তার সেশনে উপস্থিত খামারিদের মাঝে গবাদি পশুর গোয়াল ঘরের পরিবেশ, পরিবেশ বিষয়ক অনুশীলন এবং সামাজিক নিরাপত্তা, কম্পোস্ট ও কম্পোস্টিং এবং বায়োগ্যাস তৈরি বিষয়ক আলোচনা করেন।

প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন IDF-SEP প্রকল্পের সহকারী টেকনিক্যাল অফিসার রাজেশ গুপ্ত ও কৈশিক বড়ুয়া।

তারিখঃ ০২/০৩/২০২২

 

মন্তব্য করুন