You are currently viewing দুগ্ধখামারী এবং সংশ্লিষ্ট দুগ্ধ ক্লাস্টারের বিভিন্ন ভ্যলুচেইনের উদ্যোক্তাদের অংশগ্রহনে কমিউনিটি কন্সাল্টেশন সভা

দুগ্ধখামারী এবং সংশ্লিষ্ট দুগ্ধ ক্লাস্টারের বিভিন্ন ভ্যলুচেইনের উদ্যোক্তাদের অংশগ্রহনে কমিউনিটি কন্সাল্টেশন সভা

গত ৮ই মে, ২০২২ রোজ রবিবার আইডিএফ-এসইপি এর তত্ত্বাবধানে পিকেএসএফ এর সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর অন্তর্গত “পরিবেশ-বান্ধব দুগ্ধ খামারের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থ-সামাজিক উন্নয়ন” শীর্ষক উপ-প্রকল্পের আওতায় কর্ণফুলী উপজেলার ৩নং শিকলবাহা ইউনিয়নের অন্তর্গত গোয়ালপাড়া (আবু তালেব মেম্বারের বাড়ি) দুগ্ধ ক্লাস্টারে ৫ম (পঞ্চম) ড্রেনেজ বাস্তবায়নের জন্য দুগ্ধখামারী এবং সংশ্লিষ্ট দুগ্ধ ক্লাস্টারের বিভিন্ন ভ্যলুচেইনের উদ্যোক্তাদের অংশগ্রহনে কমিউনিটি কন্সাল্টেশন সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ব্যবসাগুচ্ছ ভিত্তিক ক্ষুদ্র উদ্যোগে পরিবেশের স্থায়ী ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোগের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পিকেএসএফ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহায়তায় ওয়ার্ল্ড ব্যাংক এর অর্থায়নে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) বাস্তবায়ন করছে।

সভার আলচ্য সুচিঃ

১. পঞ্চম পর্যায়ের ড্রেনেজ সম্প্রসারণ বিষয়ে কমিউনটির সাথে

আলোচনা।

২. চলতি বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা।

৩. ড্রেনেজ নির্মাণে বাজেট বিষয়ক আলোচনা।

৪. বাজেটের অর্থ সংগ্রহ বিষয়ক আলোচনা।

৫. স্থানীয় জনপ্রতিনিধিদের থেকে NOC নিশ্চিতকরণ এবং ড্রেনেজ বাস্তবায়ন সার্বিক সহযোগিতা।

মন্তব্য করুন